আজ সূর্য ডুবলেই সেই চিরন্তন লড়াই.... বাঙালির ডার্বি ম্যাচ। চিংড়ি বনাম ইলিশ। ঘটি বনাম বাঙাল।এই ম্যাচ থেকেই জন্ম নেয় কত নতুন নতুন নায়ক! আচ্ছা বলুন তো কে চিনত মিহির বসুকে, যিনি ১৯৭৭এ লীগের বড় ম্যাচে গোল করে নায়ক হয়ে গিয়েছিলেন? বা প্রণব গাঙ্গুলী অথবা ভবানী রায়কে যাঁরা ১৯৬৯এর বড় ম্যাচের পর মোহনবাগানের হিরো হয়ে গিয়েছিলেন? অথবা সেই ১৯৯৭এর ফেডারেশন কাপের "ডায়মন্ড ম্যাচ"এর নাজিমুল হক কে, যাঁর এগেনস্ট দা রান অফ প্লে গোল পুরো ম্যাচের রং পাল্টে দিয়েছিল? ঠিক এই কারণেই ডার্বি বড় ম্যাচ.... কখন যে কাকে বড় প্লেয়ার বানিয়ে দেবে কে জানে!
তবে এবারের বড় ম্যাচে মিশে থাকবে বিষাদের রঙ।অগনিত বড় ম্যাচের নায়ক সুভাষ ভৌমিক, যাঁর ক্যারিয়ারের নবজন্ম হয়েছিল সেই ১৯৭৩ এর এমনই এক বড় ম্যাচে, তিনি আর আমাদের মধ্যে নেই। স্বাভাবিক ভাবেই এবারের ডার্বি তাই হয়তো বিষাদ মাখা।
যাই হোক... এসবের মধ্যে একটা কথা না বললেই নয়। লোকে বলে ক্লাবকে কর্পোরেটাইজ করার ফলে নাকি ডার্বি নিজের গরিমা হারিয়েছে। কিন্তু সত্যি কি তাই? আজও সোশ্যাল মিডিয়া খুললেই দুই দলের সমর্থকদের প্রার্থনা, উল্লাস, গর্বের পোস্ট ভেসে আসে।আসল কথা হল যতদিন কলকাতা ফুটবল থাকবে, তত দিন এই ডার্বি বেঁচে থাকবে। অনেক কথা হল এবার শুধু অপেক্ষা সন্ধ্যার মহারণ এর। দেখা যাক কে জেতে.... চিংড়ি না ইলিশ!
No comments:
Post a Comment