About Us

এই "পাঁচমিশালী খেরোর খাতা" ব্যাপারটা কি?

শুনছেন? হ্যাঁ, আপনাকে বলছি! খুব ব্যস্ত কি, নইলে দুটো মিনিট নিতাম... গপ্পো করবো আরকি! কি বলছেন, কিসের গপ্পো? আচ্ছা আপনি কলকাতাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, আরে আমাদের আপনার কলকাতা! সিনেমা দেখেন? গান শোনেন? আপনার কি মাঝেমধ্যেই ঝোলা কাঁধে বেরিয়ে পড়তে মন যায়? ছোটবেলার ছোট্ট ছোট্ট ঘটনা মনে পড়ে হঠাৎই কীবোর্ডে আঙুল থমকে যায়? তাহলে এক কাজ করুন, "পাঁচমিশালী খেরোর খাতা" টা খুলে ফেলুন! এখানে মিশেল পাবেন, বড়বেলায় ছোটবেলার আঁচ, লাল নীল সবুজ রঙের সেই মার্বেলগুলো, ঘুড়ির মতো একটু হলেও উড়ে নেবেন হারানো আকাশে!



লেখক পরিচিতি:

"মি সপ্তর্ষি দেব বর্মন। পেশায় চাকুরীজীবি। নেশা? বই পড়া, দেদার আড্ডা মারা আর বেড়াতে যাওয়া। ও হ্যাঁ... খেতেও খুব ভালোবাসি। বিরিয়ানি আর কাবাবের প্রতি একটু বেশিই ইয়ে আছে।😋 আর কোনোকিছু করার না থাকলে গান শুনতে খুব ভালোবাসি। এতকিছুর মধ্যে লিখি কখন? মাঝে মাঝে ইচ্ছে হলে লিখে ফেলি আরকি... ভালো লাগলে ধৈর্য ধরে একটু পড়ে ফেলবেন।" 


"মি ডাঃ অভীক গুঁই, কলকাতার বাসিন্দা, পেশায় দন্ত চিকিৎসক, আর নেশা? বইপত্র নাড়াচাড়া, সিনেমার পর্দায় চোখ, গানবাজনায় কান, আর এদিকওদিকে মাথা! মানে সর্বঘটেই আছি, হোক তা সত্যজিৎ, মৃণাল, বা রবীন্দ্রনাথ মানিক বন্দ্যোপাধ্যায়, যা ভালো লাগে, তা-ই ভালোবাসি না, আর যা ভালো লাগেনা? তা এক্কেবারে ভালোবাসি! হ্যাঁ, কিছু কিছু ভালোলাগা নিয়ে কলম, থুড়ি, এখন তো কীবোর্ডই সব, হুম, ঐ, কীপ্যাডের অক্ষরমালা সাজিয়ে নিই, তবে কখনো কখনো কলমেও বটে, কখনো বা কম্পিউটারে।" 😁