Thursday, February 17, 2022

MESMERIZING TAJMAHAL ON FULL MOON NIGHT

Taj Mahal, Incredible India, Travel Blog, Travel Blogging, Indian History, Taj Mahal
Taj Mahal at night

“You know Shah Jahan, life and youth, wealth and glory, they all drift away in the current of time. You strove therefore, to perpetuate only the sorrow of your heart? Let the splendor of diamond, pearl and ruby vanish? Only let this one teardrop, this Taj Mahal, glisten spotlessly bright on the cheek of time, forever and ever.”- Rabindranath Tagore

 

Nobel Laureate and world renowned poet Rabindranath Tagore’s quote dedicated to the Taj is perhaps one of the best to describe its’ beauty. The word ‘Taj’ originates from Persia and it literally means a ‘Crown’. True to its meaning, Taj Mahal is indeed considered to be the ‘Crown of the Palace’!!

It took 20 long years to complete the Taj Mahal (1632-1653) and since then it has been an eternal symbol of beauty and love. Indeed, timeless love it was which made the Mughal Emperor Shah Jahan build this white marble mausoleum in the memory of his beloved wife Mumtaj Mahal!

Well… you can easily come to know a lot about Taj Mahal across the internet as there are numerous articles describing the history, the engineering marvel of Taj, the love story of Shah Jahan and Mumtaz etc. Today I am not here to discuss all those stories…. Rather I want to share with you my experience of viewing Taj Mahal on a full moon night!

Taj Mahal has been a center of tourist attraction since long. It was declared as the winner of the ‘New 7 Wonders of the World’ initiative long back in 2007. But the Taj Mahal has been attracting its admirers from all over the world since its completion. I had read about the mesmerizing view of Taj mahal on a moonlit night in a novel and since then I had cherished the dream of viewing the Taj Mahal on a full moon night. The opportunity finally came on 12th November, 2019, the night of ‘Guru Purnima’ (Guru Nanak Jayanti).

My trip to Agra was a part of the famous ‘Golden Triangle’ tour with my family. Since the ticket for night view Taj Mahal is not available for purchase online, I was a little concerned about the availability of tickets as the stock is limited. However, I managed the tickets through a travel agent (after agreeing to pay some extra amount) and was finally able to view the magnificent Taj Mahal on a full moon night.

Night viewing of Taj Mahal is allowed from two days before the date of full moon and continues till two days after the date of full moon. The tourists are allowed from 8:30 PM onwards and the viewing continues till 12:30 AM with approximately 50 visitors per batch (8 batches are allowed per day). Maximum viewing time is 30 minutes per batch. As per the instructions printed in the ticket, I had to report to the Shilpagram gate by 8 PM with my family members. After verifying the ID details and passing through almost four security checks, we finally boarded a battery operated bus along with fellow visitors (mostly foreigners) which took us to the main gate of the Taj Mahal. Thereafter, following another round of verification and security check, we were finally allowed inside the Taj mahal!! After around 5 minutes, all the spot lights were switched off and in the darkness the Taj Mahal was there infront of us!! Although the infamous fog of Delhi and Agra region during that time of the year played spoilsport to some extent, but the Taj mahal was a sheer visual treat under the full moon!! It took around another 5 minutes or so to adjust my vision in the darkness and then it was there right infront of me!! My long desired wish of viewing Taj Mahal on a full moon night eventually fulfilled!!

The much coveted ticket

Taj mahal, Night View of taj mahal, chandelier, Incredible India, Indian History, Travel Blog, Travel Blogger
A Chandelier

Taj Mahal night view, Taj Mahal, Incredible India, Indian history, historical monuments, travel blog, travel blogger

I tried to capture the moment with my Nikon D-3200 35mm Low Light lens but the light was very insufficient to capture a perfect moment. The grain visible in the pictures is due to the fog out there. I am not a novelist who can perfectly describe the moment by using perfect literary verses or a poet who can pen down a poem or two describing this moment perfectly, all I can say is the feeling was wonderful, something words cannot describe!! So if you also have a desire to view Taj Mahal on a full moon night, just don’t delay anymore…. Experience it with your own eyes and treasure the memory forever!!

SOME MUCH NEEDED INFO:

·    Tickets for night view of the Taj Mahal are available 24 hours before the actual date of viewing from the counter of ASI office at Agra. Please click here for pricing and other details. Keeping in mind the limited availability of tickets, I would suggest that you better contact any Agra based travel agent to collect the tickets on your behalf if it is not physically possible to collect the tickets. They might charge a little extra as handling charges, but trust me the view will compensate all.

·       Be sure to carry your Photo ID / Passport for verification and ofcourse don’t forget to carry the ticket. A copy of Photo ID / Passport is also required at the time of purchasing tickets.

·    No electronic gadgets are allowed inside. Mobile phones, headphones / headsets, laptops etc. are strictly not allowed. Even camera tripod is not allowed inside. Only the camera and lenses are allowed provided you carry them on your hand. Backpacks are also not allowed. Locker facility is available to deposit all the electronic items.

·    Food items and water bottle are not allowed. Although, the guards allowed us to carry water bottle for my 2 year old daughter on request.

·      The area is well guarded by the CISF and you have to go through multiple security checks. So be sure not to carry anything which can be treated as a weapon.

·     Taj Mahal is our pride and a World Heritage Site…. so please do not litter or spit around. Also, refrain from committing any nuisance. Enjoy the beauty of the Taj and cherish the memory forever.

Though I visited during November, the local guides informed me that the best time to view Taj Mahal on a full moon night is during the months of March-May.

Wednesday, February 16, 2022

নবাব নগরীর অভিজ্ঞতা




নবাবদের নগরী লখনউ। শহরটার সঙ্গে আমার পরিচয় কিন্তু সত্যজিৎ রায়ের হাত ধরেই। ফেলু মিত্তিরের অ্যাডভেঞ্চার "বাদশাহী আংটি" মনে পড়ে? আরে সেই যে ধুরন্ধর বনবিহারি বাবুর হাত থেকে বাদশাহী আংটি উদ্ধারের গল্প... তার সূত্রপাত তো এখানেই! স্কুলের ইতিহাস বইয়ে লখনউ এর কথা পড়েছিলাম বটে তবে ওই বাদশাহী আংটির লখনউ বর্ণনাই মনে দাগ কেটে গেছিল। অনেকদিনের ইচ্ছে ছিল একবার হলেও যাবো.... তাই বেনারস পর্ব শেষ করেই নবাব নগরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজ সেই নবাবদের শহরের গল্পই শোনাই তবে।

ঐতিহাসিক এই নগরীর বর্তমান পরিচিতি উত্তরপ্রদেশের রাজধানী হিসেবে। নবাবদের রাজ্যপাট কবেই চুকে গেছে তবু সেই আমলের সংস্কৃতি আর তেহ্জিব এখনও শহরটার শিরায় শিরায় মিশে আছে। জনশ্রুতি বলে সেই রামায়ণের যুগে লক্ষ্মণ এই শহরের গোড়াপত্তন করেছিলেন। তাঁর নামেই শহরের নামকরণ হয়েছিল "লক্ষণাপুরি" (মতান্তরে লক্ষণাবতি)। সময়ের সাথে সাথে সেই নাম ক্রমে "লছ্মনপুর" হয়ে আজকের "লখনউ"! নিজের দীর্ঘ জীবনকালে এই শহর অনেক রাজা বাদশার শাসন দেখেছে... সে গজনীর মাহমুদ হোক বা মুঘল সম্রাট হুমায়ূন। তবে আজকের যে লখনউ কে আমরা চিনি তার সূত্রপাত হয় ১৭৩২ সালে, প্রথম নবাব সাদাত খানের হাত ধরে। তারপর, প্রায় ১৫০ বছর পর, অর্থাৎ ১৮৫৭র সিপাই বিদ্রোহের সময়, শেষ নবাব ওয়াজিদ আলি শাহ কে ইংরেজরা "গৃহবন্দি" করে কলকাতার মেটিয়াবুরুজে পাঠানোর সঙ্গেই সঙ্গেই নবাবি সাম্রাজ্যের ইতি হয়। সে হোক গে... ইতিহাস তার জায়গায় থাক... ওই নিয়ে অত কচকচির দরকার নেই। তার চেয়ে বরং ঘোরার গল্পটাই শোনাই। তবে ঐতিহাসিক জায়গা তো... মাঝে মাঝে ইতিহাস ঢুকেই পড়বে বৈকি!

ট্রেন থেকে চারবাগ স্টেশনে নেমে রওনা দিলাম গন্তব্য স্থলে। মানে আলিগঞ্জ এলাকায় অবস্থিত আমাদের অফিসের হলিডে হোমে। পৌঁছাতে বিকেল হয়ে গেছিল তাই সেদিন আর ঘোরা হয়নি। তবে কাছেই "তুন্দে কেবাবির" একটা ব্রাঞ্চ ছিল। বুঝতেই পারছেন বেশ জমিয়ে পেট পুজো হয়েছিল! পরদিন সকালে আমাদের লখনউ ব্রাঞ্চ অফিসের ম্যানেজারের কাছ থেকে শহরের দর্শনীয় স্থানগুলোর ব্যাপারে জেনে নিয়ে সেইমত বেড়ানোর প্ল্যান করে নিলাম। প্ল্যান অনুযায়ী যেভাবে ঘুরেছিলাম সেভাবেই বর্ণনা করি।

১. রুমি দরওয়াজা - হলিডে হোম থেকে বেড়িয়ে অটো ধরে পৌঁছে গেলাম লখনউ শহরের "আইকন" রুমি দরওয়াজার সামনে। অটো থেকে নেমে একটা ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। নবাবি আমলের স্থাপত্য ঘোড়া গাড়ি চেপে দেখতে বেশ নস্টালজিক লাগছিল। তাছাড়া টাঙ্গাওয়ালা চাচা গাইডের কাজটাও বেশ করছিলেন। একদিকে টগ্ বগ্ শব্দে ঘোড়া চলেছে অন্যদিকে চাচার গল্প চলছে... ব্যাপারটা যাকে বলে জমে ক্ষীর একদম! 

Rumi darwaja, lucknow, tavel blogger, travel blog, bengali blog, indian history, historical place
রুমি দরওয়াজা

রুমি দরওয়াজা নির্মিত হয় ১৭৮৪ খ্রিস্টাব্দে, নবাব আসফ উদ্ দৌলার আমলে। ৬০ ফুট উঁচু এই দরজাটি শহর কনস্ট্যানটিনপেলের একটি দরজার অনুকরণে তৈরী হয়েছিল। নবাবি আমলে পুরানো লখনউ শহরের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো এই দরজাটি।


২. বড়া ইমামবাড়া - রুমি দরওয়াজাকে পিছনে ফেলে আমাদের টাঙ্গা এগিয়ে চলল বড়া ইমামবাড়ার দিকে। আসফ উদ্ দৌলার আমলেই ১৭৮৫ থেকে ১৭৯১ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয় বিশাল এই স্থাপত্য। গেটে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ইমামবাড়ার বিশালত্ব দেখে চোখ ধাঁধিয়ে যায়! ভিতরে গাইড নিয়েছিলাম। আসলে এসব ঐতিহাসিক জায়গায় গাইড না নিলে অনেক গল্পই অজানা থেকে যায়। ইমামবাড়া ছাড়াও এখানে আছে আসফি মসজিদ, বাওলি বা স্টেপ ওয়েল এবং বিখ্যাত ভুল ভুলাইয়া। এছাড়াও এখানে নবাব আসফ উদ্ দৌলা এবং তাঁর স্ত্রী সামসুন্নিসা বেগমের সমাধী আছে। ইমামবাড়ার সুবিশাল সেন্ট্রাল হলটির (আমার মনে হয়েছিল আস্ত একটা ফুটবল মাঠ ধরে যাবে ওর ভেতরে!) বিশেষত্ব হল এখানে কোনওরকম খিলান বা পিলার দেখতে পাবেন না! ভাবুন তো অতবড় একটা স্থাপত্য অথচ একটাও পিলার নেই! 

Bara Imamabara, Lucknow, Indian History, Travel Blog, Historical Monument, Bengali Travel Blog, Bengali Travel Blogger, Travel Blogger
বড়া ইমামবাড়া

গাইড সাহেবের কাছে ইমামবাড়ার বিভিন্ন গল্প শুনতে শুনতে আর বাওলি দেখার পর আমরা পৌঁছে গেলাম বড়া ইমামবাড়ার আসল আকর্ষণ ভুল ভুলাইয়া তে! সে এক গোলকধাঁধা বটে! জনশ্রুতি বলে নবাবরা নাকি এখানে বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন। নবাবি খেয়াল তো... কতকিছুই না করতেন তাঁরা! তবে সঙ্গে গাইড না থাকলে এখানে রাস্তা গুলিয়ে ফেলাটাই স্বাভাবিক ব্যাপার। আর আমরা তো কেউ প্রদোষ মিত্তির নয় যে মগজাস্ত্র খাটিয়ে বেড়িয়ে আসব... তাই গাইড সাহেবের সাহায্য নিয়ে বেরিয়ে এলাম!

Bhul Bhulaiya, Bhool Bhoolaiya, Lucknow, Historical Monuments, Indian History, Travel Blogger, BengalibTravel Blog, Bengali Travel Blogger
ভুল ভুলাইয়ার গোলকধাঁধায়

৩. ছোটা ইমামবাড়া - বড়া ইমামবাড়া দেখে এগোলাম পরবর্তি গন্তব্য ছোটা ইমামবাড়ার দিকে। বড়া ইমামবাড়ার কাছেই অবস্থিত এই জায়গাটি। ১৮৩৮ খ্রিস্টাব্দে নবাব মহম্মদ আলি শাহের শাসনকালে নির্মিত হয় এই স্থাপত্য। ইমামবাড়ার মধ্যে দেখতে পাবেন মহম্মদ আলি শাহের তাজ বা মুকুট, তাঁর এবং তাঁর পরিবারবর্গের সমাধী, বেলজিয়ান কাঁচের ঝাড়বাতি ইত্যাদি। এছাড়াও ঘুরে দেখতে পারবেন নহবত খানা, ট্রেজারি বিল্ডিং ইত্যাদি।

Chota Imamabara, Lucknow, Historical Monument, Bengali Travel Blogger, Travel Blogger, Indian History, Bengali Travel Blog
ছোটা ইমামবাড়া

৩. হুসেইনাবাদ ক্লক টাওয়ার এবং আর্ট গ্যালারি - ছোটা ইমামবাড়া পর্ব সেরে চলে এলাম পরবর্তি দ্রষ্টব্য হুসেইনাবাদ ক্লক টাওয়ার দেখতে। এখানে আমাদের টাঙ্গাওয়ালাকে বিদায় জানিয়ে এগিয়ে গেলাম ক্লক টাওয়ারের দিকে। লন্ডনের বিগ বেনের অনুকরণে তৈরী এই ক্লক টাওয়ারের নির্মাণকাল ১৮৮১ খ্রিস্টাব্দ। প্রায় ২২০ ফুট উঁচু এই ক্লক টাওয়ার লখনউ শহরের অন্যতম আকর্ষণ। এখানে এলে অবশ্যই পাশের আর্ট গ্যালারিতে ঘুরে আসবেন। নবাবি আমলের অসাধারণ সব ছবির সংগ্রহশালা এই আর্ট গ্যালারি ঘুরে দেখতে ভালই লাগবে। গ্যালারি গেলে অবশ্যই গাইড নেবেন, নাহলে প্রতিটি ছবির বিশেষত্ব বুঝতে পারবেন না।

Husainabad Clock Tower, Lucknow, Indian History, Bengali Travel Blogger, Travel Blogger, Historical Monument,
ক্লক টাওয়ার

৪. রেসিডেন্সি - আর্ট গ্যালারি দেখে নিয়ে অটো ধরে চললাম পরবর্তী গন্তব্য কাইজারবাগ এলাকায় অবস্থিত রেসিডেন্সি। সিপাহি বিদ্রোহের অন্যতম সাক্ষী এই জায়গাটি। ১৮৫৭ সালে যখন বিদ্রোহের সময় বেগম হজরত মহলের নেতৃত্বে সেনাধ্যক্ষ বরকত আহমেদ বিদ্রোহী সেনাদের একজোট করে রেসিডেন্সি দখল অভিযান শুরু করলেন। রক্তক্ষয়ী সেই যুদ্ধ চলেছিল ১৮৫৭ সালের ৩০শে জুন থেকে ২৭শে নভেম্বর অব্দি। বহুদিন ধরে চলা এই যুদ্ধে শহীদ হন অগুনতি ভারতীয় সেপাই (সঠিক হিসেব আজ অব্দি পাওয়া যায়নি)। ইংরেজদের পক্ষ্যেও হতাহতের সংখ্যা নেহাত কম ছিল না। তৎকালীন রেসিডেন্ট জেনারেল স্যার হেনরি লরেন্স, মেজর জেনারেল জন ইংলিশ সহ অনেক ইংরেজ কর্তাব্যক্তিরা নিহত হন এই যুদ্ধে। কোম্পানির সৈনিক, সিভিলিয়ান এবং আধিকারিক সহ নিহতের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় প্রায় ২৫০০ তে। অবশেষে জেমস আউট্রামের (যার নামে কলকাতার আউট্রাম ঘাট) নেতৃত্বে রেসিডেন্সি দখল মুক্ত করা হয় ২৭ নভেম্বর ১৮৫৭ তে। সেই রক্তক্ষয়ী যুদ্ধের চিন্হ আজও দেখতে পাবেন রেসিডেন্সির ভিতরে অবস্থিত বিল্ডিংগুলোর গায়ে। প্রায় ৩৩ একর জমির ওপর নির্মিত হয়েছিল রেসিডেন্সি। নির্মাণকাল ১৭৭৫ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ। ভিতরে ঘুরে দেখে নিতে পারবেন বেইলি গেট, ট্রেজারী বিল্ডিং, ব্যাঙ্কয়েট হল, ডঃ ফায়রেরের বাড়ি, মূল রেসিডেন্সি বিল্ডিং, ১৮৫৭ মেমোরিয়াল মিউজিয়াম, বেগম কুঠি, ব্রিগেড মেস, ইমামবাড়া সহ বিদ্রোহের স্মৃতি বিজড়িত ইমারতগুলো। 

Bailey Gate, British Residency, Lucknow, Indian History, Bengali Travel Blogger, Travel Blogger, Bengali Travel Blog
বেইলি গেট

British Residency, Lucknow, Indian History, Bengali Travel Blogger, Bengali Travel Blog, Historical Monuments, Indian History, Travel Blogger
দেওয়ালে যুদ্ধের চিন্হ

British Residency, Lucknow, Indian History, Bengali Travel Blogger, Bengali Travel Blog, Historical Monuments, Travel Blogger
রেসিডেন্সির ধ্বংসাবশেষ

British Residency, Lucknow, Indian History, Bengali Travel Blogger, Bengali Travel Blog, Indian History, Travel Blogger, historical monuments
রেসিডেন্সি লেখা নামফলক

রেসিডেন্সি দেখা যখন শেষ হল তখন বেশ বেলা হয়ে গেছে। পেটে তখন ছুঁচোয় ডন মারছে একেবারে। তাই আর এদিক ওদিক না করে চললাম সোজা আমিনাবাদ। উদ্দেশ্য পেটপূজো এবং অবশ্যই মার্কেটিং। আমিনাবাদ ছিল সেবারের লখনউ সফরের শেষ গন্তব্য। আর লখনউ এর খাওয়া দাওয়া নিয়ে লিখতে গেলে আলাদা একটা ব্লগ পোস্ট লিখতে হবে! ওখানকার গলৌটি কেবাব, পায়া নীহারি, মালাই কেবাব, শিরমল, লাচ্ছা পরোটা, আমিনাবাদ চত্বরের প্রকাশের কুলফি এবং অবশ্যই আওয়াধি ঘরানার বিরিয়ানি না খেলে নিজেকে মাফ করা সম্ভব হত না কোনোদিন! আর সেসব সুখাদ্যের ব্যাখ্যা কি আর এক দু লাইনে করা সম্ভব? তাই সে গল্প নাহয় আরেকদিন হবে। 

ঐতিহাসিক শহর লখনউ আমার বেশ কিন্তু লেগেছিল। নবাবদের স্মৃতি বিজড়িত দ্রষ্টব্য স্থান এবং আওয়াধি ঘরানার খাওয়া দাওয়া নিয়ে খাসা জায়গা। ইদানিং কলকাতায় আওয়াধি ঘরানার অনেক রেস্টুরেন্ট হয়েছে। তবে হলফ করে বলতে পারি লখনউ এর সেই স্বাদের ধরে কাছে যায় না তারা। বলতে পারেন শুধুমাত্র সেই স্বাদ পেতেই আবারও ঘুরে আসা যায় নবাবদের নগরী লখনউতে!