Sunday, January 23, 2022

ওই মহামানব আসে

আজ এক মহামানবের জন্মদিন।তিনি আমাদের এই মহান দেশের বাকি মনীষী বা নেতাদের থেকে একটু অন্যরকম। কি ভাবে? মানুষটি যথেষ্ট সম্পন্ন পরিবারের মানুষ ছিলেন। পড়াশোনায় প্রচন্ড মেধাবী। তাঁর অসামান্য মেধার পরিচয় দিয়ে সে যুগের IAS পরীক্ষায় দ্বিতীয় হয়েছিলেন! পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে যোগদান করে সেই সময়ের এক নম্বর রাজনৈতিক দলের অন্যতম মুখ হয়েছিলেন। কোনও দরকার ছিল না তাঁর দেশমাতৃকার সেবায় নিজের সর্বস্ব নিয়োজিত করার। কোনও দরকার ছিল না প্রেসিডেন্সি কলেজে বৈষম্য মূলক আচরণের প্রতিবাদ করে এবং অতঃপর Oten কে মেরে কলেজ থেকে বহিষ্কৃত হয়ে নিজের ভবিষ্যৎ সংকটে ফেলার! সর্বোপরি কোনও দরকার ছিল না IAS এর মত পরম নিশ্চিন্ত চাকরী ছেড়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার। কিন্তু তিনি যে ব্যতিক্রমী.... কংগ্রেস এর নিরাপদ আশ্রয় ছেড়ে বিপদসংকুল স্বশস্ত্র সংগ্রামে নামতেও তাই তিনি দ্বিধা করেননি। কেউ বলেনি।রাজা হয়ে arm chair পলিটিক্স তার জন্যে নয় ছিল না।তিনি ভারত মায়ের সেই দামাল সন্তান যিনি মাতৃ সেবায় নিজের সর্বস্ব দান করে দিয়েছিলেন।প্রতিদান হিসেব কিচ্ছু প্রত্যাশা করেন নি।আজ তাঁর জন্মদিন এ হে মহামানব লহ প্রণাম।



1 comment: