2004 সাল। একটা বিষণ্ন রবিবার বিকেলে। এক অকুন্ঠ মোহনবাগান সমর্থক ছেলে বিকেলে বন্ধুদের সঙ্গে আসিয়ান কাপ ফাইনাল দেখতে বসেছিল। ছেলেটার জন্মের পর এই প্রথম কোনো ভারতীয় দল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা র ফাইনাল খেলছিল।অনেকের মত সে ও ভেবেছিল সেই "ভালো খেলাইয়া পরাজিত" ছাড়া অন্য কোনো তকমা জুটবে না এই দলের কপালে কারণ বিপক্ষে গত এএফসি চ্যাম্পিয়ন্স লীগ এর ফাইনালিস্ট বেক তেরো সসানা এশিয়া র অন্যতম সেরা ফুটবলার চাইমান। পরবর্তী 90 মিনিট ছেলেটা বিস্মিত, অবাক এবং শিহরিত হয়ে গেল অনবদ্য takticks, আর আক্রমনের ছটায়। কোনো এক অনামি ষষ্টি দুলে কে দিয়ে চাইমান কে বোতল বন্দী করে অনবদ্য স্ট্র্যাটেজিক মুভ দিয়ে ট্রফি জিতলেন এক কোচ.... সুভাষ ভৌমিক।
বাঙালির একটা সমস্যা সে বড় বেশি নস্টালজিক। কোচ হিসেবে তাই সুভাষ তেমন দাম পেলেন না। কিন্ত তার কোচ হিসেবে অবদান যে কোনো তথাকথিত "এ" লাইসেন্সধারী কোচকে হার মানাবে। একমাত্র ভারতীয় কোচ হিসেবে দু-দুটো আন্তর্জাতিক ট্রফি, পর পর দুবার জাতীয় লীগ কত জন কোচ এর আছে। এ ছাড়া প্রথম বাঙালি কোচ হিসেবে আই লীগ জয়, ফুটবলার সুরেশ, ভাইচুং কে নবজন্ম দেওয়া, ষষ্টি দুলে ,দীপঙ্কর রায় কে তৈরি করা আর অনেক কিছু।সেই সুভাষ ভৌমিক আজ চলে গেলেন। ভাল থাকবেন Sir। আপনাকে ভুলবো না।
No comments:
Post a Comment