Tuesday, March 8, 2022

কিং বাছতে কিংকর্তব্যবিমূঢ়!



ভোট। সে এক বড় বালাই বুঝলেন ! এবার বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মযজ্ঞ সে আবার "বালাই" কেন ? আরে মশাই সবসময় নেতা মন্ত্রী কর্মী সমর্থকদের দিক থেকে দেখলে হবে ? ভোটকর্মীদের দিক থেকেও দেখুন। তবে না বুঝবেন ! না না.. ওই "উফ্ফ... সে যে কি কষ্ট" মার্কা গল্প নয়। এই "সিরিয়াস" কর্মকাণ্ডের মাঝেও তো হাল্কা কিছু মুহূর্ত তৈরী হয়। সেগুলোই বলা যাক নাহয়।

সেবার ভোটের ডিউটি পড়েছে উত্তর কলকাতার একটি সেকেন্ডারি স্কুলে। সেকেন্ড পোলিং অফিসার বললেন "যাক বাবা... সেকেন্ডারি স্কুল... অতটাও খারাপ হবে না আশা করি"। জায়গায় পৌঁছে দেখা গেলো উনি যা ভেবেছেন ঠিক তার উল্টো। নামেই সেকেন্ডারি স্কুল। আসলে ভুতুড়ে বাড়ি! একে তো বাড়ির ওই দশা। তার মধ্যে সেদিন প্রচণ্ড গরম। এসবের মধ্যে আবার সিলিং ফ্যানের যা গতি তার চেয়ে কচ্ছপ জোরে দৌড়ায় ! রাতে শোওয়ার বারোটা বাজবে বিলক্ষণ বোঝা গেল। রিজার্ভ ফোর্সের এক জওয়ানের সঙ্গে আলাপ হল। সে বলল কেয়ারটেকারকে বলে ছাদে শোওয়ার একটা ব্যবস্থা করেছে। চাইলে শুতে যেতে পারি। সেকেন্ড পোলিং অফিসার বললো "হ্যাঁ হ্যাঁ.. ওপরেই একটু গড়িয়ে নেব রাতটুকু"। সেই মতো রাতের খাওয়া সেরে চাদর নিয়ে ছাদে চললাম। ছাদের সিঁড়িতে আবার লাইট নেই। অগত্যা মোবাইলের ফ্ল্যাশ লাইট ভরসা। আগে সেই জওয়ান পিছনে আমি আর সেকেন্ড পোলিং অফিসার। আলো জ্বলতেই কানের কাছে শুরু হল ঝটপট শব্দ! দেখি রাজ্যের বাদুড়। আমাদের সাড়া পেয়ে প্রবল আপত্তিতে উড়ে বেড়াচ্ছে। কোনওমতে মাথা বাঁচিয়ে ছাদের দরজা খুলে চলে সেখানে গেলাম। সেকেন্ড পোলিং অফিসারের দিকে তাকাতেই দেঁতো হাসি হেসে বললেন "জানি কি বলবেন... তবে ভূত দেখেননি তো কি? কাছাকাছি একটা অভিজ্ঞতা তো হল"! 

তারপর ধরুন সব জায়গাতেই দাদা বা কাকা গোছের কেউ একজন থাকেন যিনি এলাকার প্রথম ভোটটা দেন। এই ব্যাপারে তাঁরা একদম দৃঢ়প্রতিজ্ঞ। তো একবার মক পোল শেষ করে ভোট শুরু করতে ১০ মিনিট দেরী হয়ে গেছে। এদিকে নীচের লাইনে সেইরকমই এক কাকা চেঁচিয়ে পাড়া মাত করছেন। মিডিয়া ডাকবেন, ইলেকশন কমিশনের অফিসে ফোন করবেন ইত্যাদি ইত্যাদি। একজন এজেন্ট বললো "চিন্তার কিছু নেই... ও পাঁড় মাতাল... ওইরকম একটু চেঁচায়... তবে ভোটটা সব্বার আগেই দেয়"। যথাসময়ে ভোটগ্রহণ শুরু হল। প্রথম ভোটার সেই মাতাল কাকু। দেখলাম বুথে ঢুকেও সেই একইভাবে চেঁচাচ্ছেন। যেন আমরা কি না অপরাধ করে ফেলেছি! প্রিসাইডিং অফিসারের অনুরোধেও থামার নাম নেই। হঠাৎ কোত্থেকে রিজার্ভ ফোর্সের কমান্ডিং অফিসার ঘরে ঢুকে পড়লেন। বাজখাঁই গলায় এক ধমকি মারলেন "ইয়ে ডান্ডা দেখতে হো... জাদা হল্লা করেগা তো এক ভি বাহার নেহি পড়েগা... একদম চুপ"! এতেই কাজ হল। এতক্ষনের অশান্ত কাকা একদম বাধ্য ছেলের মত ভোট দিলেন। তারপর বুথ থেকে বেরোনোর আগে প্রিসাইডিং অফিসারকে একটা প্রণাম ঠুকেই সোজা দৌড় !

আর একবারের ঘটনা। সেবার আমার প্রথমবারের জন্য প্রিসাইডিং অফিসারের ডিউটি পড়েছে। স্বাভাবিক ভাবেই একটু চাপে আছি। যে স্কুলে ডিউটি পড়েছে সেখানে চারটে বুথ। তাই চারটে পোলিং টিম একই বাসে রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। বাকি সব প্রিসাইডিং অফিসারদের ভোটের ডিউটির ভালোই অভিজ্ঞতা আছে। আমার প্রথম প্রিসাইডিং অফিসারের ডিউটি শুনে একজন বললেন "চিন্তার কি আছে... আমি তো আছি... ৬টা ইলেকশন করিয়েছি... কোনও অসুবিধা হলে সোজা চলে আসবে"। শুনে একটু নিশ্চিন্ত হলাম। অবশ্য কার্যক্ষেত্রে দেখলাম যা বলেছেন ঠিক তার উল্টো! যেকোনো ফর্ম ফিলাপ করতে গিয়ে উনি হয় আমাদের ঘরে আসছেন নয়তো পাশের ঘরে ছুটছেন! যাই হোক... ভোটের দিন সকালে দেখি বাকি দুজন প্রিসাইডিং অফিসার ওনাকে বলছেন "দাদা আর যাই করুন... সময়মতো ফর্মগুলো ভরতে থাকবেন... নাহলে শেষে খেই পাবেন না"। ভদ্রলোক নির্বিকার ভাবে বললেন "একদম চিন্তা করবেন না... দেখবেন সবার আগে ইভিএম সিল করে নেব"! যথাসময়ে ভোটগ্রহণ শেষ হলো। আমরা সব গোছগাছ করে রেডি। দেখি সেই "অভিজ্ঞ" ভদ্রলোকের কিছুই হয়নি প্রায়! ওনার টিমের লোকেরা আমাদের অনুরোধ করলেন "আপনারা একটু দেখুন... নাহলে আজ ইভিএম জমা করতে মাঝরাত হয়ে যাবে"! সবাই গেলাম। তিনি যথারীতি বললেন "চিন্তার কিছু নেই... এক্ষুনি হয়ে যাবে"। তো আরও একঘন্টা পেড়িয়ে গেলো কিন্তু "এক্ষুনি" আর হলো না। শেষে রিজার্ভ ফোর্সের কমান্ডিং অফিসার গিয়ে ধ্যাতানি মেরে বললেন "জো করনা হ্যায় RC (Recieving Centre) যাকে কিজিয়ে"। এতে কাজ হলো। ব্যাজার মুখ করে জিনিষপত্র নিয়ে বাসে উঠলেন অবশেষে। RC তে পৌঁছে কখন জমা দিয়েছিলেন সে অবশ্য আর জানা নেই। আমরা ওনাদের আগেই ইভিএম জমা করে বেড়িয়ে গেছিলাম!

আর একটা ঘটনা বলে শেষ করি। ভোট শেষ। ইভিএম নিয়ে RC তে যাচ্ছি। গাড়ির ড্রাইভার কলকাতার ছেলে নয় তাই খুব একটা রাস্তা চেনে না। আমরা তাড়া লাগাচ্ছি জলদি পৌঁছানোর জন্য। বেচারা এতকিছুর মধ্যে রাস্তা গুলিয়ে ফেলল। তো একটা সিগন্যালের মুখে সঠিক ঠিকানা জিজ্ঞেস করলাম। বলল যেদিক দিয়ে এসেছি সেদিকেই একটু পিছনের দিকে গেলেই গন্তব্যে পৌঁছে যাবো। গাড়ি ঘুরিয়ে খেয়াল হল রাস্তা ওয়ান ওয়ে। ওদিকে উল্টোদিকে গাড়ি ঘুরছে দেখেই সার্জেন্ট এসে ধরলো। কিন্তু গাড়িতে ভোটের স্টিকার আর ইভিএম দেখে ছেড়ে দিল। সার্জেন্ট হেসে ড্রাইভারকে বললেন "নির্ভয়ে যা... তুই তো আজ ভিআইপি রে... কেউ তোকে ধরবে না!" সার্জেন্টের অভয়বাণী শুনে ড্রাইভারের হঠাৎ কি হল কে জানে... সেই ওয়ান ওয়ে রাস্তার উল্টোদিক  দিয়েই ঝড়ের গতিতে গাড়ি চালাতে লাগলো! ট্র্যাফিক পুলিশের অভয়বাণী পেয়েছে. তাকে আটকায় কে? হঠাৎ পেছনের সিট থেকে ফাস্ট পোলিং অফিসার চেঁচাতে লাগলো "ওরে ভাই... তোকে ভিআইপি বলেছে সেটা বুঝলাম কিন্তু একটু আস্তে চালা... এইভাবে গেলে তো ইভিএম RC তে পৌঁছানোর আগেই আমরা ওপরে পৌঁছে যাবো"!

এইরকম আরও কত ঘটনা থাকে। যাঁরা ভোটের ডিউটি করেছেন তাঁরা জানেন। হয়ত এই লেখার সঙ্গে রিলেট করতেও পারবেন। আসলে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বদলে যায়, নেতা মন্ত্রী বদলে যায়.... কিন্তু ভোট রঙ্গ? সে তো চলতেই থাকে !

2 comments:

  1. ১০০ ভাগ সত্য। প্রতিটি অক্ষর বাস্তব।
    ভীষণ ই ভালো লাগলো।

    ReplyDelete