সেই কবে শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন...
"বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল
চিঠি-পত্রের বাক্স বলতে তো কিছু নেই –
পাথরের ফাঁক – ফোকরে রেখে এলেই কাজ হাসিল-
অনেক সময়তো ঘর গড়তেও মন চায় ।"
কিছু কিছু খবর, ঘটনা আরকি, মানার আগে-পরে বিশ্বাস করতে হয়, তবে তো মানার প্রশ্ন! যে মানুষ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত; আমারই নয়, আমার মা-বাবা, মামা মামী, কাকা কাকীমা, দাদা বৌদি, বন্ধুবান্ধবদের বেলাতেও, পুজো পার্বণ, মেলা, উৎসব, বিয়েবাড়ি, প্রেমিকার সাথে, তিনি দুম করে নেই!! এটা হয় নাকি?
মজরুহ্ সুলতানপুরীর লেখা "রহে ন রহে হম, মেহকা করেঙ্গে", এটা তো অবশ্যম্ভাবী, হ্যাঁ, যতদিন সুরের সপ্তক পৃথিবীতে খেলা করবে, এটাও থাকবে। ভাষা সুর পেয়েছে যাঁর কণ্ঠে, নবরস সঙ্কলিত হয়েছে যাঁর আত্মায়, যিনি প্রজন্মের পর প্রজন্মকে ভালোবাসার কথা ঠোঁটে ফোটাতে শিখিয়েছেন, তাঁর লয় নেই, ক্ষয় নেই!
বিরল কিছু মানুষ হন যাঁর বিস্তার সম্পর্কে বলা যায়না, কালের সীমা অতিক্রম করে চিরন্তন হয়ে যান। কবেকার কথা কিভাবে যুগের পরে যুগ ধরে সমৃদ্ধ করেছে, ভাবনারই বাইরে!! সেসময় গ্রামোফোন রেকর্ড চলতো, লং প্লেয়িং রেকর্ড ৭৮ আরপিএমের, আর আজ গান শুনি অত্যাধুনিক পডকাস্ট পদ্ধতিতে, আর মাঝের ক্যাসেট, কমপ্যাক্ট ডিস্ক, থেকে মোবাইলে, সবকিছুর বিবর্তনের সাথে উনি জড়িত, গানের মাধ্যমে!
ইনি কতো গান গেয়েছেন, কতগুলো ভাষায়, কতজন সুরকার, গীতিকার, অভিনেত্রীর গলায় এঁর গান শোনা গেছে, ইনি শুরু করেছিলেন নিজেও পর্দায় অভিনয় দিয়ে, অথবা "আনন্দ ঘন" নামে সুর সৃষ্টি করেছেন, এরকম অজস্র কথা আছে, যা সবাই জানেন, আর সত্যি বলতে কি, এঁর সম্মন্ধে কি আছে যা জানিনা, বা বলে শেষ করা যায়? ঐ যে, শুরুতেই বললাম, কিছু কিছু ঘটনা বিশ্বাস করতেই মস্তিষ্কে ঢুকতেই চায়না, এইটেও এরকমই একটা ঘটনা!
অনিল বিশ্বাস, সাজ্জাদ হোসেন, হুসনলাল–ভগতরাম, সি.এইচ. আত্মা, দত্তা নায়েক, গুরুশরণ সিং কোহলি, মনোহর অরোরা, লালা সাত্তার... বিস্মৃত নামগুলো আজও মনে পড়ে, কারণ এঁর গাওয়া গানে সুর দিয়েছিলেন এঁরা! বিপিন–বাবুল, স্বপন জগমোহন, সোনিক ওমি থেকে দিলীপ সেন–সমীর সেন, সমীর ট্যান্ডন..... সময়ের পরিধিতে রাখাই অসম্ভব!
আজকে কিছু গুছিয়ে বলার দিন নয়, কারণ নিজেরই উচ্চারিত আজ "শায়দ ইস জনম মেঁ মুলাকাত হো না হো", সত্যি করে অমরলোক পাড়ি দিলেন লতা মঙ্গেশকর, কিন্তু শরীরটুকুই, আত্মা অনেক আগেই আমাদের মধ্যে চিরস্থায়ী করে রেখেছেন, আপনি ঘুমোন ❤️🙏
Khub sundar doc.... Great loss amader jatir jonno... Rest in peace...
ReplyDeleteঅসাধারণ শ্রদ্ধার্ঘ্য 🙏
ReplyDeleteহৃদয় ছুয়ে গেল। শ্রদ্ধার্ঘ্য ♥️🙏🏼
ReplyDelete