Thursday, February 3, 2022

বৃশ্চিকচক্র: একটি পাঠ প্রতিক্রিয়া

বই: বৃশ্চিক চক্র

লেখিকা: পিয়া সরকার

প্রকাশনা: আনাড়ি মাইন্ডস

দাম: ৪০০/-

ধরুন আপনি খাঁটি স্কচ খাচ্ছেন। কি ভাবে খাবেন? এক নিঃস্বাসে হুস করে খেয়ে নেবেন? নাকি আস্তে আস্তে তাড়িয়ে তাড়িয়ে স্বাদ গন্ধ উপভোগ করে খাবেন? ঘটনা হচ্ছে স্কচ বিলাসী মাত্ৰই জানে দ্বিতীয়টাই সেরা উপায়। লেখিকা পিয়া সরকারের লেখা এই অনবদ্য গ্রন্থটি অনেকটা সেরা স্কচের মতো  যার ধীরে ধীরে উপভোগ করতে হয়।
   
গ্রন্থটি দুটি নভেলের সমষ্টি। প্রথম খন্ড বৃশ্চিক। উপন্যাসটি এর আগে ২০২০ সালে "একচালা"
 পূজাবার্ষিকীতে প্রকাশিত হয়। নবগ্রাম বলে একটি জায়গায় এক দাপুটে নেতার মেধাবী ছোট মেয়ে আকস্মিক ভাবে খুন হন। সেই কেসের তদন্ত করতে আসেন এস আই দর্শনা বসু যাঁর অতীতও অতীব কুয়াস্বাচ্ছন্ন। কিভাবে অতীত ও বর্তমান মিশে যায় এবং মানুষের লোভ সব শেষ করে দেয় সেটাই এই উপন্যাসের পটভূমি। অসাধারণ চরিত্র চিত্রন এবং সাধারণ পটভূমির অসাধারণ বর্ণনাই এই উপন্যাসকে এক অন্য মাত্রা দেয়। পুলিশ প্রসিডিওরের খুব সুন্দর বর্ণনাও এক অন্য মাত্রা দেয় এই উপন্যাসকে। কোনও সময় মনে হয় না যে লেখিকা ইনফো ডাম্পিং করেছেন। সবমিলিয়ে রীতিমত উপভোগ্য এক উপন্যাস!
  
বইয়ের দ্বিতীয় ও শেষ উপন্যাস বৃশ্চিকচক্র। বৃশ্চিকের ঘটনা শেষ হবার ছমাস পর দর্শনার পোস্টিং হয় বাঘমুন্ডি থানাতে। পোস্টিং পাবার দিন থেকেই সূচনা হয় এক হত্যালীলার। খুন হন মাওবাদী কমান্ডার থেকে অধুনা দাপুটে নেতা নিশীথ মাহাতো। অপরদিকে রহস্যজনক ভাবে খুন হন দর্শনার গণেশ দা। কে নিরঞ্জন সেন? ডাক্তার উমানাথ কি চান? সব প্রশ্নের উত্তর এই উপন্যাসের শেষে পাবেন আপনি। সব থেকে ভালো দিক হচ্ছে শেষ অব্দি আপনি বুঝতে পারবেন না কে অপরাধী বা তার মোটিভ কি? এই গল্পের আর এক সম্পদ হচ্ছে পুরুলিয়ার বর্ণনা। এতটাই জীবন্ত যেন মনে হবে আপনি পুরুলিয়ায় পটভূমিতে বসে আছেন। 

সিম্পলি অসাধারণ এই বই সেই গুটিকয় বইয়ের একটা যেটা না পড়লে সত্যি আপনি অনেক কিছু হারাবেন। তো পাঠক দেরী কিসের??

No comments:

Post a Comment